শেরপুরে নকলায় কৃষকদের ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন
শেরপুরের নকলায় কৃষকদের জন্য ন্যায্য মূল্যের বাজার উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে, উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা কৃষি অফিস, উপজেলা মৎস অফিস ও উপজেলা প্রাণিসম্পদ অফিস এর সহযোগিতায়, ২৭ অক্টোবর রবিবার সকালে নকলা উপজেলা পরিষদ প্রাঙ্গণ মুক্তমঞ্চে ওই উদ্বোধন করা হয়।
ন্যায্যমূল্যে কৃষকের বাজার উদ্বোধনকালে বক্তব্য রাখেন নবাগত নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র। এসময় নবাগত সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী, নবাগত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাগণ ও কৃষকগণ ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র বলেন, প্রতিদিন সকাল থেকে মুক্তমঞ্চ মাঠে ন্যায্য মূল্যে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যাবে।
বার্তা প্রেরক
মো: ফিরোজ উদ্দিন
শেরপুর জেলা।
২৭/১০/২০২৪
০১৭২৬-০২৪২৭৭