ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় ইস্পাহানি এগ্রো লিমিটেডের বাৎসরিক রিটেইলর ট্রেনিং অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় ইস্পাহানি এগ্রো লিমিটেডের বাৎসরিক রিটেইলর ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটে মেসার্স কৃষি সম্ভার ও ইস্পাহানি এগ্রোর ডিলার হামিদুল ইসলাম এর উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়ন পরিষদের এক হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,ইস্পাহানি এগ্রো লিমিটেডের রিজিনাল ম্যানেজার, কৃষিবিদ মো: আবু সাইদ,ডেপুটি এক্রিকিটিভ মার্কেট ডেভেলপমেন্ট অফিসার কৃষিবিদ আশরাফুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন, মার্কেটিং অফিসার,শ্রী রতন কুমার পারমাণবিক সহ অত্র ইস্পাহানি এগ্রো লিমিটেডের রুহিয়া থানাধীন সহ বিভিন্ন থেকে আগত প্রতিনিধিগন।