কুড়িগ্রাম জেলায় বিভক্ত সাংবাদিকদের অবস্থান কর্মসূচি পালিত
২৬ অক্টোবর শনিবার সকাল ১১:৪০ এর দিকে ৫ টি নয় একটি প্রেসক্লাব করার লক্ষ্যে কুড়িগ্রাম শাপলা চত্বরে এ কর্মসূচি পালিত হয় ।
কুড়িগ্রাম জেলা শহর থেকে প্রকাশিত সাপ্তাহিক ধরলার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমানুর রহমান খোকনের সভাপতিত্বে কুড়িগ্রামে পাঁচটি নয় একটি প্রেসক্লাব চাই দাবিতে ২৬ অক্টোবর শনিবার সকালে জেলা শহরের শাপলা মোড়ে সাংবাদিকদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় ।
সংস্কার পন্থী সাংবাদিক আন্দোলনের ব্যানারে সাংবাদিকদের অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন, সাপ্তাহিক ধরলার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আমানুর রহমান খোকন, দৈনিক চারিদিকে প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোল্লা হারুন অর রশিদ, পাক্ষিক দৃষ্টির অন্তরালে পত্রিকার সম্পাদক ও প্রকাশক রফিকুল ইসলাম, সাপ্তাহিক গণকথা পত্রিকার নির্বাহী সম্পাদক মুশফিকুর রহমান সাফি, সাপ্তাহিক ধরলা পত্রিকা নির্বাহী সম্পাদক হাবিবুল হক লিংকন, দৈনিক চিত্র পত্রিকার জেলা প্রতিনিধি মোখলেসুর রহমান ভুট্টু , দৈনিক আজকের জনবাণী পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম মুকুল , সিএনএন বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি সুলতান আহমেদ, দৈনিক দাবানল পত্রিকার জেলা প্রতিনিধি আবুল হোসেন বাবুল, কেআর জি টেলিভিশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ চৌধুরী, দৈনিক সময়ের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু, দৈনিক নব চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি খাজা ইউনুস ইসলাম ঈদুল, দৈনিক সবুজ নিশান পত্রিকার জেলা প্রতিনিধি মোস্তফা কামাল, দৈনিক মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি মুস্তাফিজার রহমান বাবু, দৈনিক বিজয় বাংলা পত্রিকার জেলা প্রতিনিধি আনোয়ার সাঈদ তিতু , কুড়িগ্রামের কবি ও সাংবাদিক হেলাল জাহাঙ্গীর , আশা ছবি বিশ্ব জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী লুৎফর রহমান, দৈনিক অগ্নি শীখার জেলা প্রতিনিধি সাহা জাহান আলী প্রমুখ ।
কুড়িগ্রামের সিনিয়র সাংবাদিক সিএনএন বাংলা টেলিভিশন ও ডৈইলী কান্ট্রি টু ডে জেলার দায়িত্বশীল সুলতান আহমেদ
বলেন , দীর্ঘ 13 বৎসর থেকে আমি প্রেসক্লাবে আসতে পারি না, দুঃখের সাথে জানাচ্ছি যে কুড়িগ্রাম প্রেসক্লাব হাজারো বৈষম্যে ভরা,এ ক্লাব কে অতিদ্রুত সংস্কার করে একটি প্রেসক্লাব করা হোক ।
অনেকে এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বক্তারা বলেন কুড়িগ্রাম জেলায় যেমন একজন ডিসি এক জন এসপি সব সময় কুড়িগ্রামকে পরিচালিত করেন তেমনি কুড়িগ্রাম জেলায় একটি প্রেস ক্লাব হবে এই প্রেসক্লাবেই কুড়িগ্রামে একে শাসন সোহাগ ও আদর যত্ন করে দ্রুত এগিয়ে নিয়ে যাবে এখানে কোন ভেদাভেদ এবং কোন অবমূল্যায়নের জায়গা হবে না কিন্তু দুঃখের বিষয় বর্তমানে কুড়িগ্রাম জেলায় পাঁচটি প্রেসক্লাব গঠিত হয়ে, কুড়িগ্রামবাসীকে দ্বিধা বিভক্ত হয়ে ফেলে দিয়েছে এটি নিয়ে সুশীল সমাজ গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করছে শুধু সুশীল সমাজ সচেতন মহল বিশেষ করে কুড়িগ্রামের গণমানুষ দাবি জানিয়েছে কুড়িগ্রাম জেলায় একটি প্রেসক্লাব গঠিত হলে এখানকার মানুষ আরো দ্রুত উপকৃত হবে কল্যাণকামী হবে এবং সকল ভুক্তভোগী জনগণ নিঃসন্দেহে দ্বন্দ্ব থেকে সরে এসে নিজেদের সত্যকে তুলে ধরতে পারবে এছাড়াও বক্তারা বলেন সকল ভেদাভেদ ভুলে আমরা একটি প্রেসক্লাবে পরিণত হতে চাই এবং জনগণের কল্যাণকামী কাজ করতে চাই