হালিশহরে ওয়াম -আপ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
আজ ২৫ অক্টোবর
দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আয়োজনে ওয়াম -আপ ফুটবল ম্যাচে ইকবাল একাদশ ও আলাউদ্দিন একাদশ ২-২ গোলে ড্র হয়েছে।
উভয় টিমের গোলদাতা হচ্ছেন- ইশরাক, রবিন, জিহাদ ও আরাফাত।
খেলা পরিদর্শন করেন সাবেক ক্রীড়াবিদ ও ক্রিকেটার মু: মুক্তাদির হাসান এবং সাবেক ফুটবলার, সংগঠক , একাডেমির পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন, টিম ম্যানেজার ও পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, পরিচালক মোঃ খলিলুর রহমান হাওলাদার।
খেলা পরিচালনা করেন রেফারি মোঃ আলাউদ্দিন, সহকারী রিমন ও সিফাত।
খেলা শুরুর প্রাক্কালে নবাগত গোলকিপার মোঃ তারেক হোসাইনকে ফুটবল উপহার দিয়ে বরণ করে নেন একাডেমির পরিচালকবৃন্দ।