বোরকা পড়ে আসামি ধরলেন পাঁচবিবি থানা পুলিশ।
পুলিশের চোখ ফাঁকি দিয়ে অসাধু ব্যবসায়ী , পাঁচবিবি ও গোবিন্দগঞ্জ থানায় অনেক কয়েক টি মামলায় আসামি পালিয়ে বেড়াচ্ছিলেন ৫-৭ বছর ধরে। পলাতক থেকেই মাদক ব্যবসা চালাচ্ছিলেন, এমন অভিযোগও ছিল। বারবার চেষ্টা করেও তাঁকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। অবশেষে তিনি ধরা পড়েছেন। তবে সে জন্য অবলম্বন করতে হয়েছে ভিন্ন পন্থা। বোরকা পরে কৌশলে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিনব এই ঘটনা ঘটেছে জয়পুরহাটে পাঁচবিবি উপজেলায়। গ্রেফতারকৃত আসামির নাম মোঃ তোতা মিয়া (৪৫) পিতা মোঃ কছিমুদ্দিন,গ্ৰাম: নওগাঁ ,উপজেলা: পাঁচবিবি, জেলা, জয়পুরহাট। তবে এলাকায় তিনি কটাই মিয়া নামেই পরিচিত। গতকাল শুক্রবার তাঁকে রাতের আধারে পাঁচবিবি উপজেলা থেকে ২৫ কিলোমিটার দূরে , তোতা মিয়া নিজের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার এ এস আই মোঃ সোহেল রানা ও এস আই মাসুম সাহেব।
অনেকবার গ্রেপ্তারের চেষ্টা করা হলেও অনেক কয়েক বছর ধরে আত্মগোপন করে ছিলেন তিনি। গোপন সূত্রে পুলিশ জানতে পারে, লুকিয়ে মাদক ব্যবসা চালাচ্ছেন তোতা মিয়া। সম্প্রতি পাঁচবিবি থানার ওসি (মোঃ কাউছার আলী) মাদকের বিরুদ্ধে ঝটিকা অভিযান শুরু করলে আবারও তোতা মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা করা হয়। গত ২৫ অক্টোবর রাতে তাঁর বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের অভিযান টের পেয়ে পালিয়ে যান তোতা মিয়া। এরপর এক সপ্তাহের বেশি সময় ধরে তোতা মিয়ার গতিবিধির ওপর নজরদারি চালায় পুলিশ। একপর্যায়ে তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে গতকাল শুক্রবার রাতে মাদকবিরোধী, এস আই মাসুম ও এ এস আই সোহেলের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানের প্রথম ভাগে দুজন পুলিশ সদস্য বোরকা পরে নারী সেজে তোতা মিয়ার এলাকায় যান। পরে কৌশলে তোতা মিয়ার সঙ্গে দেখা করে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।