চায়ের রাজধানী শ্রীমঙ্গলে ভুতের বাংলো
নামে পরিচিত সন্ধান পাওয়া গেছে।
ভুতের বাংলাো, সিলেট বিভাগ, বাংলাদেশ।
পর্যটন নগরী ও চায়ের রাজধানী শ্রীমঙ্গল মৌলভীবাজার
বৈচিত্র্যময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ৪৫টি চা বাগান রয়েছে।
অতিরিক চা বাগানে রয়েছে দৃষ্টিনন্দন, সৌন্দর্য
আপনারা যে বাংলো টি দেখতে পাচ্ছেন
সেই বাগানের তথ্যমতে আমরা জানতে পারি সেখানে
একজন ম্যানাজার সাহেব বসবাস করতেন।
কোন রাতের সময় তিনি ভয়ে আতঙ্কিত হয়ে
এ বাড়ি বা বাংলো ছেড়ে চলে যান, সেই থেকে এর পর থেকেই
নাম হয়েছে ভূতের বাংলা স্থানীয় চা শ্রমিকরা এই কথা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক,
তিনি জানান লাভাছড়ার পাশে এই বাংলোটি
থাকায় এখানে সাপ বনো জীবজন্তুর ভয় পাশাপাশি
ভুতের ভয় লাগে বলে জানান।
পর্যটন নগরী ও চায়ের রাজধানী শ্রীমঙ্গল মৌলভীবাজার।