চট্টগ্রামে জঙ্গলে মিলল ওয়ার্ড আ.লীগ নেতার মরদেহ
চট্টগ্রামের মীরসরাইয়ে নিখোঁজের ৩ দিন পর জঙ্গল থেকে আবু তাহের ভূঁইয়া (৫২) নামের এক আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ ২৫ অক্টোবর শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার মীরসরাই সদর ইউনিয়নের জামালের দোকান এলাকায় একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু তাহের ভূঁইয়া উপজেলার জামালের দোকান এলাকার দৌলত ভূঁইয়া বাড়ির মৃত মজিবুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী ইন্জিনিয়ার মোশাররফ হোসেনের অনুসারী ছিলেন।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। এদিকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু তাহের ভূঁইয়াকে বিএনপির সন্ত্রাসীরা অপহরণ করে নির্মমভাবে হত্যা করে জঙ্গলে ফেলে যাওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলির সদস্য, সাবেক মন্ত্রী ইন্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা। তারা বিবৃতিতে বলেন, দেশে অগণতান্ত্রিক ও অবৈধ সরকার আওয়ামী লীগ নিধনে হত্যাকান্ড চালাচ্ছে। কোন মতে এ ধরনের কাজ গ্রহণযোগ্য নয়। বিএনপি জামায়াত সন্ত্রাসীরা সারাদেশের মতো চট্টগ্রামেও পরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করছে। তারা অবিলম্বে আবু তাহের ভূঁইয়ার হত্যাকারীদের আটকের দাবি জানান।