December 6, 2024, 2:43 pm
শিরোনামঃ
সেনবাগে সোনার বাংলা একাডেমী’র বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণ উজিরপুর বাজারে জনতা ব্যাংকটি স্থায়ীকরণের দাবীতে মানববন্ধন খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন আশুলিয়ায় চুরি হওয়া ৩৭ দিনের নবজাতক উদ্ধার, দম্পতি আটক জাহাজী শ্রমিকদের ১১ দফা দাবী আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও মিছিল আগামীকাল শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ (ক.) এর ১১৯তম ওরশ শরীফ উপলক্ষে ওরশ শরীফ সুপারভিশন কমিটি ও সংগঠনের যৌথ সমন্বয় সভা আগামীকাল নারায়নগঞ্জ জেলা তাঁতীদলের তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ” ভোমরা স্থলবন্দরে কূটনৈতিক দ্বন্দ্বের গুজবে কান না দেওয়ার আহ্বান ঠাকুরগাঁওয়ে কুয়াশায় ঢেকেছে , বাড়ছে শীতের তীব্রতা ঘন কুয়াশায় কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। কলারোয়ায় ৬ ডিসেম্বর গৌরবান্বিত মুক্ত দিবস

বাগেরহাটে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে ঝাড়ু ও জুতা মিছিল।

শেখ মহিউদ্দিন মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।

বাগেরহাটে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে ঝাড়ু ও জুতা মিছিল।

 

বক্তব্যের শেষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় বাগেরহাটের সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজনের নেতৃত্বে বাগেরহাটবাসীর ব্যানারে শহরের নূর মসজিদ মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।মিছিলে অনেককে ঝাড়ু নিয়ে অংশগ্রহণ করতে দেখা যায়। এ সময় সিভিল সার্জনের পদত্যাগ ও বিচারের দাবিতে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে পথসভার মাধ্যমে মিছিলটি শেষ হয়।পথসভায় সুজাউদ্দিন মোল্লা সুজন বলেন, সিভিল সার্জনকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। না হলে রোববার সকালে সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন তিনি।প্রসঙ্গত, বৃহস্পতিবার বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে জরায়ুমুখে ক্যান্সার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা