গাউসিয়া কমিটি বন্দর ও পতেংগা থানার কমিটির সাথে মতবিনিময়ে মনজুর আলম-
দ্বায়িত্ব নামক আমরা যেই নেয়ামত প্রাপ্তি হয়েছি তা বাস্তবায়নে সজাগ ও সচেষ্ট থাকতে হবে
গাউসিয়া কমিটি বাংলাদেশ বন্দর ও পতেংগা থানার কমিটির সাথে আনজুনান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) আলহাজ্ব মনজুর আলম মন্জু’র সাথে এক মতবিনিময় সভা গতকাল ২৪ অক্টোবর (বৃহস্পতিবার) স্থানিয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন,আপন মুর্শীদের তরফ হতে আমাদের ওপর দ্বায়িত্ব নামক যে নেয়ামত প্রাপ্তি হয়েছি, তা যথাযত ভাবে বাস্তবায়নে সজাগ ও সচেষ্ট থাকতে হবে। আমাদের যেতে হবে কাঙ্কিত মনজিলে মখছুদে, আবহাওয়া যতই হউক রোদ্দুর,অন্তরে রাখতে হবে একে অপরের প্রতি মুহাব্বতে ভরপুর।
তিনি দরবারের খেদমত ও সাংগঠনিক বিভিন্ন দিক নির্দেশনায় উপস্থিত শত শত পীর ভাই সাংগঠনিক দ্বায়িত্বশীলগণ দারুণভাবে অনুপ্রাণিত ও উজ্জীবিত করেন।
উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা বদিউল আলম রেজভী, আলহাজ মোহাম্মদ আলী, আলহাজ মুহাম্মদ আবদুল হামিদ, আলহাজ জাহাঙ্গীর আলম রাজু, আলহাজ মুহাম্মদ ইলিয়াস প্রমুখ।