January 21, 2025, 6:34 pm
শিরোনামঃ
লালমনিরহাটে ইটভাটায় অভিযান, জরিমানা ৫ লাখ ২০ হাজার কুড়িগ্রামে পৃথক ঘটনায় ৩ শিশুর লাশ উদ্ধার ময়মনসিংহে পিস্তলসহ ছাত্রদলের নেতা গ্রেপ্তার মাদারীপুরে সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৩ জন আটক,ইয়াবা উদ্ধার ফুলপুরে অবৈধ ইট ভাটায় মোবাইল কোর্ট ১৮ লক্ষ টাকা জরিমানা বাণিজ্য মেলায় নকল পন্যের ছয়লাভ ভোক্তা অধিদপ্তরের অভিযানে লক্ষ টাকা জরিমানা গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র (কম্বল) বিতরণ প্রস্তুতি সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রাম অমর একুশে বইমেলা ১ ফেব্রুয়ারি থেকে জিমন্যাশিয়াম চত্বরে অনুষ্ঠিত হবে নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৬ নেতাকর্মীকে বহিষ্কার মুকসুদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৮টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা

ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাবেক ছাত্রনেতা মো : শাহ আলম সিকদার

স ম জিয়াউর রহমান :

⁨ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাবেক ছাত্রনেতা মো : শাহ আলম সিকদার

 

 

 

দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ও স্বাধীন বাংলাদেশের জন্মের সাথে জড়িত যার নাম বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ তাঁতী লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক, বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো : শাহ আলম সিকদার।
এক যুক্ত বিবৃতিতে তিনি বলেন, ‘অপশক্তির অবৈধ সরকার ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ২৩ অক্টোবর ২০২৪ প্রজ্ঞাপন জারি করেছে। তাবেদার ইউনূসগংদের এই ঘৃণ্য অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।’
তিনি আরও বলেন, ‘ব্রিটিশ পরাধীনতার কবল থেকে মুক্ত হয়ে পাকিস্তানি পরাধীনতায় প্রবেশের এক বছরের মাথায় সময়ের প্রয়োজনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন।
‘৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর সাধারণ নির্বাচন, ’৫৮-এর আইয়ুব বিরোধী আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ৬ দফা আন্দোলন, ‘৬৯-এর গণঅভ্যুত্থান, ‘৭০-এর নির্বাচন এবং ‘৭১-এর মুক্তিযুদ্ধে
বাংলাদেশ ছাত্রলীগের অভূতপূর্ব ভূমিকা পালন, ‘৭৫ পরবর্তী সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের উত্তোরণসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অসামান্য অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। ইতিহাসের সাধারণ পাঠক মাত্রই জানেন, বাংলা ও বাঙালির যা কিছু সোনালি অর্জন তার সবকিছুরই গর্বিত অংশীদারের গর্বিত নাম বাংলাদেশ ছাত্রলীগ।’
তিনি আরো বলেন, ‘ছাত্রলীগ সবসময় ইতিহাস সৃষ্টি করে গেছে। যে শক্তি ইতিহাস সৃষ্টি করে, সে শক্তি অবিনশ্বর। তাই বাংলাদেশ ছাত্রলীগও অবিনশ্বর।’
তিনি আরও বলেন, অবৈধ ও অগণতান্ত্রিক ইউনুস সরকার কখনো বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করতে পারে না। বাংলাদেশ ছাত্রলীগ মানে বাংলাদেশ আর বাংলাদেশ মানেই ছাত্রলীগ। বাংলাদেশের ইতিহাসের অনন্য গৌরব চিহ্ন বাংলাদেশ ছাত্রলীগ।
তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার মধ্যে দিয়ে ইউনুস সরকার বাংলাদেশকে অস্বীকার করে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। এটা কখনো সফল হবে না। একজন ছাত্রলীগের কর্মী বেচে থাকতে বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না এবং বাংলাদেশের মাটিতে বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা