সেনবাগে বন্যায় ক্ষতিগ্রস্হ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে পোনামাছ বিতরণ
নোয়াখালীর সেনবাগে ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্হ প্রান্তিক মৎস্য চাষীদের মধ্যে পোনামাছ বিতরণ করা হয়।
বুধবার (২৩ অক্টোবর ) সকালে নোয়াখালীর সেনবাগ উপজেলার মৎস্য অফিসের ব্যবস্থাপনায় ২০২৪-২০২৫ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় বন্যায় ক্ষতিগ্রস্হ প্রান্তিক মৎস্য চাষীদের মধ্যে সেনবাগ উপজেলা ভবনের সামনে পোনামাছ বিতরণ করা হয়।
উক্ত বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলার সিনিয়র সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন।
আরো উপস্থিত ছিলেন, সেনবাগ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন, সেনবাগ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা হোসেন প্রমুখ।
এসময সেনবাগের ১নং ইউনিয়ন থেকে ৪নং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্হ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে পোনামাছ বিতরণের মাধ্যমে নোয়াখালীতে বন্যায় ক্ষতিগ্রস্হ প্রান্তিক মৎস্য চাষীদের মধ্যে পোনামাছ বিতরণের শুভ সূচনা করা হয়েছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণের প্রধান অতিথি বলেন, পর্যায়ক্রমে সেনবাগের সকল ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্হ প্রান্তিক মৎস্য চাষীদের মাঝে পোনামাছ বিতরণ করা হবে।