সমাজসেবায়’সম্মাননা পেলেন স্বদেশ মৃত্তিকার চেয়ারম্যান
স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন এর চেয়ারম্যান মো: আকবর হোসেন কে ”সমাজসেবায়”নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়।
বিগত সময়ে বিমোচন ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বেসরকারি একাধিক সংস্থা ও প্রতিষ্ঠান থেকে সম্মাননা স্মারক ও সনদপত্র পেয়েছেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতন এর চেয়ারম্যান মো: আকবর হোসেন
দারিদ্র্য বিমোচন ও সফল সমাজ সেবা হিসেবে সার্ক কালচারাল কাউন্সিল ও এশিয়া স্বপ্নপুরী কাউন্ডেশন এর যৌথ উদ্যোগে নেলসন ম্যান্ডেলা পিস এ্যাওয়ার্ড-২০২৪ প্রদান করা হয়।
১৯ অক্টোবর ২০২৪ রোজ শনিবার বিকেল ৪.৩০ টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর, কবি সুফিয়া কামাল মিলনায়তন, শাহবাগ, ঢাকায় “বিশ্ব কন্যাশিশু দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, গুণীজন সংবর্থীণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
চেয়ারম্যান মো: আকবর হোসেনকে গৌরবময় কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ একটি প্রশংসা পত্র প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেজাবুদৌলা চৌধুরী মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব,
সভাপতিত্ব করেন এ্যাডভোকেট মোঃ আনোয়ার হোসেন নির্বাহী চেয়ারম্যান, সার্ক ভাগচায়ান কাউন্সিল।
এই সময় উপস্থিত ছিলেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার প্রোগ্রাম অফিসার ফারহানা কান্তা,
SEA ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম রহমান,ও স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার প্রচার সম্পাদক সাদমান সাব্বির।
অনুষ্ঠান সমন্বয়কারী হিসাবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান মিন্টু।