:: শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভূক্ত সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-০৩:::
মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল জনাব আনিসুর রহমান মহোদয়ের তদারকীতে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে অদ্য ২৩/১০/২০২৪ খ্রিঃ তারিখে এসআই জাকির হোসেন, এসআই শ্যামল কুমার নন্দী সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া জিআর-১০৭/১৭ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী সুমন পাল, পিতা-মৃত মহন পাল মাখন পাল, সাং-বাগলপুর, থানা শ্রীমঙ্গন, জেলা- মৌলভীবাজার ও জিআর-১৮১/১৮ (সদর) এর ওয়ারেন্ট ভূক্ত সাজাপ্রাপ্ত আসামী মোঃ অপু মিয়া (২৩), পিতা-মোঃ আলাউদ্দিন, সাং-মাজদিহি (পাহাড়) থানা-শ্রীমঙ্গন, জেলা-মৌলভীবাজার এবং জিআর ২০০/২১ (কমল) এর ওয়ারেন্ট ভূক্ত আসামী নিজাম উদ্দিন (২৪), পিতা-আম্বর উদ্দিন, সাং-মতিগঞ্জ (জিলাদপুর লেদু মিয়ার বাড়ী), থানা শ্রীমঙ্গন, জেলা- মৌলভীবাজারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।