December 4, 2024, 2:31 pm
শিরোনামঃ
নভেম্বরে গণপিটুনি ও রাজনৈতিক সহিংসতায় নিহত ২৮: এইচআরএসএসের প্রতিবেদন বাংলাদেশে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের ! আদিবাসী পরিষদের সাথে রাজশাহী কালচারাল একাডেমির নবনিযুক্ত পরিচালক এর শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে যৌথবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক সীমান্তে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় মানব পাচারকারীসহ আটক ২ মহানগর সাংগঠনিক সংলাপ- ২০২৪ অনুষ্ঠিত চিত্রসেন বড়ুয়া পরলোকগমনে সূর্যগিরি আশ্রমের শোক প্রকাশ নোয়াখালীতে মুক্ত দিবস উদযাপনে প্রস্তুতি সভার আয়োজন ষড়যন্ত্র মূলক মামলায় তারেক রহমান সহ নেতা-কর্মীদের খালাস দেওয়ায় বিএনপি’র আনন্দ মিছিল সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধের জেরে চারজনকে মারপিটের অভিযোগ

নরসিংদীর মাধবদীতে বথুয়াদী গ্রামে সীমানা বিরোধ কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ ।

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি।

নরসিংদীর মাধবদীতে বথুয়াদী গ্রামে সীমানা বিরোধ কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯ ।

 

নরসিংদীর মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বথুয়াদী গ্রামে প্রতিবেশী দু’পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে।

সোমবার (২১ অক্টোবর ২৪) সকালে বথুয়াদী গ্রামের আবদুল মতিন গং ও সাদেক গংদের পরিবারের মধ্যে সীমানার বিরোধ নিয়ে এ রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আবদুল মতিন ও সাদেক এর মধ্যে সীমানা নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে। এর আগে চাঁদাবাজির অভিযোগ এনে মতিন গংদের বিরুদ্ধে মামলা করে সাদেক গং ।

সোমবার সকাল আটটার দিকে সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি মিমাংসা করার জন্য বসলেও মিমাংসা হয়নি। পরে সমাজ প্রধানরা চলে গেলে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ সহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষ হয়। ছাদেক মিয়ার স্ত্রী মোসলেমা বেগম ও আজিজুল প্রতিবেদককে জানান, মতিন ও তার লোকজন আজ সকালে । আমাদের গালিগালাজ করে ,এবং আমাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করলে । আমরা তা দিতে অস্বীকার করিলে, তারা আমাদের বাড়িতে ভাংচুর করে । আমাদের সাতজনকে আহত করে।তাদের লোকজন বেশি এবং তাদের ভয়ে মানুষ কথা বলার সাহস পায় না। আইনের আওতায় মতিন গংদের বিচার দাবি করেন।

দুই পক্ষই তাদের লোকজনই সংঘর্ষে আহত হয়েছে বলে জানা যায়। সাদেক এর পক্ষের আজিজুল জানান- আমাদের সাত জন আহত হয়েছে। এবং তার মধ্যে গুরুতর অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে (১)আলামিন (২)নাজিমুদ্দিন (৩)সাদেক ও জামানের স্ত্রী। বাকী তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্যদিকে মতিনের পক্ষে দুলাল মিয়া জানান। তাদের ও দুইজন গুরুতর আহত হয়েছে।নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

বিষয়টি জানতে নরসিংদী সদর হাসপাতালের আর এম ও ডাক্তার মোহাম্মদ মাহমুদুল কবির বাসার বলেন -বথুয়াদী থেকে আহত সাতজন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এর মধ্যে চারজন গুরুতর আহত চারজন কে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বাকী তিনজন কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই সংঘর্ষে উভয় পক্ষই মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা