:::শ্রীমঙ্গল কালীঘাট চা বাগানে অটো চালক আবুল খায়ের হত্যাকান্ডের ছিনতাইকৃত মিনি টমটম (মিশুক) উদ্ধার:::
গত ১৫ অক্টোবর ২০২৪ খ্রিঃ সকাল আনুমানিক ০৯.০০ ঘটিকায় শ্রীমঙ্গল থানাধীন ০৮নং কালীঘাট ইউপির অন্তর্গত কালীঘাট চা বাগানের ভিতর ১২নম্বর সেকশনের কাঁচা রাস্তার পাশে চা বাগানের সামান্য ভিতর অটো চালক আবুল খায়ের (২৮), পিতা-মৃত আনছর আলী, মাতা-খোদেজা বেগম, সাং-দক্ষিণ মুসলিমবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার এর লাশ পাওয়া যায়। অজ্ঞাতনামা আসামীগন ভিকটিমের হাতে, বুকে, মুখে, গলায় চাকু দিয়া একাধিক ঘাই মারিয়া রক্তাক্ত করে হত্যা করিয়া লাশ গুম করার জন্য চা বাগানের ভিতর ফেলিয়া ভিকটিমের মিনি টমটম (মিশুক) নিয়ে যায়। ঘটনার বিষয়ে ভিকটিমের স্ত্রী বাদী হইয়া অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
ঘটনার পর পরই নৃশংস হত্যা কান্ডের সহিত জড়িত অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত করিয়া গ্রেফতার ও ছিনতাইকৃত অটোরিক্সা উদ্ধারের জন্য শ্রীমঙ্গল থানা পুলিশের একাধিক চৌকস টিম কাজ শুরু করে। মৌলভীবাজার জেলা পুলিশের অভিভাবক মাননীয় পুলিশ সুপার মহোদয় ও সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা, মৌলভীবাজার জনাব মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/তৌকির আহমেদ তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে খুনের ঘটনার সহিত জড়িত আসামী ১. রুবেল আহমেদ সাগর @ জসিম (৩০), পিতা-মৃত সিদ্দিকুর রহমান, সাং-পশ্চিম তিতপুর, ২. গাফফারুল ইসলাম মুরাদ (৩৪), পিতা-আব্দুল জলিল, সাং-দক্ষিণ মুসলিমবাগ (সুইনগইড়), উভয় থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করেন। পরবর্তীতে ১৯/১০/২০২৪ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় কমলগঞ্জ থানাধীন ৬নং আলীনগর ইউপির অন্তর্গত কান্দিগাঁও মনিপুরিপাড়াস্থ আটখোলা প্রাইমারী স্কুলের সামনে পাকা রাস্তা হইতে ভিকটিমের নিকট হইতে ছিনতাইকৃত মিনি টমটম (মিশুক) উদ্ধার করা হয়। আসামীগন ভিকটিমের পরিচিত হওয়ায় এবং টমটম ছিনতাই করার সময় ভিকটিম আসামীদের চিনতে পারায় আসামীগন ভিকটিমকে হত্যা করিয়াছে। ঘটনার সহিত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।