February 7, 2025, 8:45 am
শিরোনামঃ
গণ অধিকার পরিষদের লিপলেট বিতারন করেন কাজী রনী। গোপালগঞ্জে জেলা বিএনপি এর সাবেক সভাপতি ও সাবেক এমপি এম,এইচ খান মঞ্জু গণসংযোগ করেছেন সংস্কার সংস্কার করে অনন্তকাল ক্ষমতায় থাকবেন, এটা হবে না -বিএনপি’র কেন্দ্রীয় নেতা মো. শরীফুল আলম সুনামগঞ্জের জামায়াত ৫টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত নোয়াখালীতে সাবেক সেনাপ্রধানের ও আ.লীগ নেতার বাড়িতে হেলমেট বাহিনীর হামলা-অগ্নিসংযোগ রাউজানের কাশেম নগর সান সাইন যুব সংঘের অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ও ফাইনাল সম্পন্ন বাঙালির স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর ধানমণ্ডি-৩২ ভাঙার প্রতিবাদে ও উগ্র-জঙ্গিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চট্টগ্রামে কম্বল বিতরণ ও ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামের হাটহাজারীতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ জয়পুরহাট পাঁচবিবিতে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত

পঞ্চগড়ের দেবীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে মামলা ।

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

পঞ্চগড়ের দেবীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে মামলা ।

 

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার বাগদহ পশ্চিমপাড়ায় চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয় । গত ১৫ অক্টোবর পঞ্চগড় বিজ্ঞ আমলী আদালত-২, দেবীপগঞ্জ পঞ্চগড়ে এ বিষয়ে ৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন , ঐ এলাকার জমি ও দোকান মালিক মো: কাইয়ুম উদ্দীন (৬০)। মামলার বিবরণে জানা যায়, মোঃ কাইয়ুম উদ্দিন বাদী, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার, নগরমাদেখা মৌজায়, জে,এল নং-৭৬, এস,এ খতিয়ান-২৫, ২৬, এ. এ দাগ নং-২৩৮, ৩৭০, ২৪০ যার আর. এস দাগ নং-৩৮৪, ৫৭২ এ মোট ৩৬ শতক জমি ক্রয় করে ভোগ দখলে আছেন । এ অবস্থায় উল্লেখিত জমিতে ২০০১ সাল থেকে মিল চাতাল ও ১৪টি দোকান ঘর নির্মাণ করে বিভিন্ন লোকের কাছে ভাড়া প্রদান করেন । এ অবস্থায় গত ৯ অক্টোবর উল্লেখিত জমির মধ্যকার কিছু অংশে বাদী কাইয়ুম উদ্দিন, পিলার বসানোর কাজ করছিলেন। এ অবস্থায় একদল দুবৃত্ত পিলারের নির্মাণে বাঁধা প্রদান করে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামীগণ মারপিট করে বেশ কয়েকজনকে আহত করে ঘটনাস্থল হতে চলে যায়। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। মামলার আসামীরা হলেন— পার্শ্ববর্তী মুন্সিপাড়া মহল্লার মৃত রফিকুল ইসলামের ছেলে মো: রবি (৪৫), মাদেখা পাড়া গ্রামের মৃত তোজাম্মেল মেকারের ছেলে মো: রয়েল ইসলা (৪৫), মাদেখা জুংলীপাড়া গ্রামের মো: আ: মোতালেবের ছেলে মো: আ: রাজ্জাক (৪২), মৃত আলিম উদ্দিনের ছেলে মো: মুসলিম উদ্দীন ওরফে সোনা মিয়া (৬০), মো: গোফফারের ছেলে মো: জাহিদ হাসান (২৩), দিলাল পাড়ার মো: জয়নাল আবেদীন ওরফে ঘুটুর ছেলে মো: আকতারুল ইসলাম (২৬) ও মৃত তোজাম্মেল মেকারের ছেলে মো: সাবদারুল ইসলাম (৪৭) ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা