জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর ররহমান সাঈদ সহ স্বপ্নপূরীতে নাশকতা মামলা থেকে ৭৬ জন কে অব্যাহতি
আজ সোমবার (২১ অক্টোবর) দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারাদালত-৪ জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ,জেলা সেক্রেটারী গোলাম কিবরিয়া মন্ডল,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমান ও পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম সহ অভিযুক্ত ৭৬ জন কে স্বপ্নপূরী শিক্ষ সফর (পিকনিকে) নাশকতার জি আর ৪৩২/১৯ মামলা থেকে সকল আসামীদের অব্যাহতি দিয়েছেন।
জানা যায় ২০১৯ সালে ১৯ ডিসেম্বর পাঁচবিবি উপজেলার জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা স্বপ্নপূরীতে শিক্ষা সফর আসে এবং যোহর নামাজ পড়া কালীন সময়ে স্বপ্নপূরী জামে মমসজিদ থেকে নবাবগঞ্জ থানার পুলিশ জয়পুরহাট জেলা জামায়াতের আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ সহ ৭৬ জন কে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়,পরের দিন নাশকতা পরিকল্পনায় জরিত ৭৬ জন কে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেন।