চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা!
চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ ২১ অক্টোবর রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে চান্দগাঁও থানাধীন শমশের পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত তাহসীন একই এলাকার চার নাম্বার ওয়ার্ডের হাজীরপুল এলাকার দিলা মিস্ত্রী বাড়ির মোহাম্মদ মুসার ছেলে।
তিনি চান্দগাঁও থানা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। তবে তিনি কোনো পদে ছিলেন কিনা বিষয়টি নিশ্চিত হওয়া না গেলেও ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী একজন সক্রিয় কর্মী বলে জানা যায়।
জানা যায়, শমসেরপাড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী সরোয়ার ও সাজ্জাদ গ্রুপের সন্ত্রাসীরা এ হত্যাকান্ড সংঘটিত করতে পারে। অপর একটি সূত্র জানায়, শিবির ক্যাডার সাজ্জাদের নির্দেশে ছাত্রলীগ নেতা তাসিন হত্যার ঘটনাটি ঘটে। গত দু তিনদিন ধরে শিবির ক্যাডার সাজ্জাদ এ এলাকায় অস্ত্রের মহড়া দিয়ে আসছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গুলিতে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে বলে শুনেছি। আমরা এখন ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।
এদিকে ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন তাহসিন কে গুলি করে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্র লীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর ও চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ সাহেদ। তারা বিবৃতিতে আফতাব উদ্দিন তাহসিন কে যারা গুলি করে হত্যা করেছে তাদের অবিলম্বে আটক করার দাবি জানান।