April 19, 2025, 5:05 am
শিরোনামঃ
জামায়াতে ইসলামী চাঁদবাজ,ট্যান্ডারবাজ ও অসৎ নেতৃত্বের জন্য একটি ট্রেড সংগঠন- সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান ব্যাটারিচালিত রিকশা খালে : নিখোঁজ শিশু উদ্ধারে ফায়ার সার্ভিস তাহিরপুর উপজেলায় ফায়ার সার্ভিস থাকা সত্ত্বেও রাস্তা না থাকায় নিভানো যাচ্ছে না আগুন…. নওগাঁয় মানবিক বাংলাদেশ শীর্ষক বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত। রাজশাহীতে হাতকরা পরা অবস্থায় আসামী পলায়ন ছাতকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দীক গ্রেফতার বান্দরবানে জামায়াতে ইসলামীর বিশাল কর্মী ও সুধী সমাবেশ উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা : সরকারি গাড়িতে পার্কে ঘুরতে যাওয়ার মিথ্যা সংবাদ প্রকাশ করে ইউএনও’কে বিভ্রান্ত করার চেষ্টা কক্সবাজার – মহেশখালী নৌ রুটে প্রথমবার চালু সরকারি হালট উদ্ধার করে প্রকল্প বাস্তবায়নের দাবিতে এলাকাবাসীর গণস্বাক্ষরিত অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে পথসভা ও ৩১ দফা লিফলেট বিতরণ করলেন নুরুল ইসলাম নয়ন

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে পথসভা ও ৩১ দফা লিফলেট বিতরণ করলেন নুরুল ইসলাম নয়ন

 

 

 

সারাদেশে নতুন করে যৌথভাবে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিনটি অঙ্গ ও সহযোগী সংগঠন।এই ধারাবাহিকতায় উলিপুর বিএনপি কার্যালয়ে, শনিবার (১৯ অক্টোবর) বিকালে উলিপুর বিএনপির কার্যালয় পথসভায়,
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন।
তিনি বলেন, গত ১৬ বছর একটি ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের মানুষের বুকে পাথরের মত চেপে বসেছিল। গত ১৬ বছর স্বাধীন রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নাম ছিল কিন্তু মানুষের কোন স্বাধীনতা ছিল না। এই সময় বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল কিন্তু কোন কার্যকারীতা ছিল না। এ দেশে নির্বাচন কমিশন ছিল কিন্তু মানুষের কোন ভোটাধিকার ছিল না।
এ সময় তিনি আরও বলেন, আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান দেশে ছিলেন না কিন্তু আমাদের রক্ষার জন্য দুরন্তর পথ সংগ্রাম চালিয়ে গেছেন। সারাদেশে এই ১৬ বছরের বিএনপি-যুবদল-স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের শত শত নেতাকর্মীকে গুম-খুন করা হয়েছে। তবুও আমরা রাজপথ ছাড়ি নাই। গত জুলাই-আগষ্টে ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদী হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যান। শেষে তিনি বলেন, তারেক রহমানের নিদের্শ দলের কোন নেতা-কর্মী বিশৃঙ্খলা অনিয়ম ও জনদুর্ভোগের কারন হয়ে দাঁড়ালে দল তাদেরকে ক্ষমা করবে না সে যত বড়ই নেতা হোক। একই সঙ্গে তিনি বলেন, ফ্যাসিষ্টের দোষররা যাতে দলের আশ্রয় প্রশ্রয় না পান এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান। গত ১৬ বছরে মিছিল-মিটিং, আন্দোলন-সংগ্রামে যারা ত্যাগ করেছে পরিক্ষায় উত্তীর্ণ হয়েছে। সেই সকল নেতা কর্মীকে আমরা আজকে নতুনদের ভীড়ে হারিয়ে না ফেলি তার জন্য খেয়াল রাখতে হবে।
লিফলেট বিতরণকে ঘিরে তিনি বলেন, ‘আপনারা লিফলেট বিতরণকে দিনক্ষণ-তারিখের মধ্যে না রেখে আজকে থেকে আগামী নির্বাচন না হওয়া পযর্ন্ত গনসংযোগ অব্যাহত রাখবেন। সেটি লিফলেট বিরতরণ করেও হতে পারে আবার লিফলেট ছাড়াও হতে পারে। প্রতিদিন আপনারা ঘর থেকে বের হয়ে আবার ঘরে ফেরা পযর্ন্ত একজন মানুষের কাছেও বিএনপির বার্তা পৌছে দিতে পারেন। বিশেষ করে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের সালাম পৌঁছে দিতে পারেন। তাহলে আমার বিশ্বাস আগামী নির্বাচনের আগে বাংলাদেশে প্রতিটি ভোটারের কাছে বিএনপির বার্তা পৌঁছানো সম্ভব হবে বলে আমি মনে করি।’
পথ সভা শেষে পৌর সদরে জনগনের মাঝে তারেক রহমান ঘোষিত বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবী সম্বলিত লিফলেট বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান পলাশ, কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি রায়হান কবীর, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, উলিপুর উপজেলা সভাপতি হায়দার আলী উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুল ইসলাম লাভলু সদস্য সচিব ইমতিয়াজ শামীম,
যুবদলের আহবায়ক তৌফিকুল ইসলাম লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব তৌফিকুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাজ্জাকুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল, সহ স্বেচ্ছাসেবক, দল যুবদল, ও ছাত্রদল,  প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা