April 25, 2025, 10:55 pm
শিরোনামঃ
অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় নাসিরনগরের এক নারী সহ আটক -৬ ঠাকুরগাঁওয়ে নদী দখল করে স্থাপনা ! নরসিংদীর পল্লী বিদ্যুতের চুরি হওয়া তার মেম্বার ও যুবদল নেতার বাড়ি হতে উদ্ধার। বিয়ের দাবিতে ২ দিন যাবত অনশন পেকুয়ায় চাদা না পেয়ে বেশি অস্ত্র নিয়ে হামলার অভিযোগ আইএবি কক্সবাজার জেলার দ্বি-বার্ষিক পরিকল্পনা ও দপ্তর বন্টন অনুষ্ঠান সম্পন্ন রংপুরের পীরগঞ্জে মরা গরুর মাংস বহনকারী ভ্যানচালক আটক ও জরিমানা । পাঁচবিবিতে ছাত্রনেতা শামীমের উপর গুলি বর্ষণে, বেরিয়ে এলো, থলের বিড়াল। ত্রিশালে ১৭৩ একর জায়গায় নির্মিত হবে সেনাপ্রধানের স্বপ্নের অলিম্পিক কমপ্লেক্স নওগাঁয় বিশেষ অভিযানে চালিয়ে আশরাফ আলী বাড়ি থেকে ১৭১৯ কেজি খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ

মিরপুরে ‘সাকিবিয়ান’দের স্লোগান!

ডেক্স রিপোর্ট

মিরপুরে ‘সাকিবিয়ান’দের স্লোগান!

গতকাল ১৭ অক্টোবর বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ‘মিরপুরের ছাত্র-জনতা’র ব্যানারে একটা দল সাকিববিরোধী অবস্থান নিয়েছিল। সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলে তাঁরা বক্তৃতা-বিবৃতিও দিয়েছেন। সাকিবকে বাদ না দিলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেওয়া হবে বলে বিসিবি বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে তাঁদের পক্ষ থেকে।
আজ ১৮ অক্টোবর শুক্রবার দুপুরে নিজেদের ‘সাকিবিয়ান’ দাবি করে একটি দল আবার মিরপুর স্টেডিয়ামের সামনে সাকিবের পক্ষে দাঁড়িয়েছেন। ‘উই স্ট্যান্ড উইথ সাকিব আল হাসান’ হ্যাশট্যাগ দেওয়া একটি ব্যানার নিয়ে স্টেডিয়ামের দুই নম্বর গেটের সামনে দাঁড়িয়ে ‘সাকিব’, ‘সাকিব’ স্লোগান দিয়েছেন সেই সমর্থকেরা। ব্যানারে লেখা ছিল, ‘বাংলার নবাব সাকিব আল হাসানকে নিয়ে কোনো রকম ষড়যন্ত্র আমরা সাকিবিয়ানরা মেনে নেব না’।
বাংলাদেশ দল তখন মিরপুর স্টেডিয়ামে অনুশীলন করছিল। বৃষ্টির কারণে স্টেডিয়ামের ইনডোরে ব্যাট-বলের অনুশীলন করছিলেন নাজমুলরা। এদিকে মাঠের বাইরে সাকিব সমর্থকদের স্লোগানে মুখর ছিল স্টেডিয়াম এলাকা মিরপুর। বাংলাদেশ দলের অ্যানালিস্ট মহসিন খান স্লোগান শুনে ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন।
২ নম্বর গেটের সামনে এসে দাঁড়িয়ে ছিলেন কৌতূহলী মহসিন। এক সাংবাদিককে হইচইয়ের ব্যাপারে জিজ্ঞেস করেন, ‘ওরা কি সাকিবের ভক্ত?’ উত্তর শুনে নিজের মোবাইল বের করে সমর্থকদের স্লোগান ভিডিও করতে থাকেন জাতীয় দলের কোচিং স্টাফের এই সদস্য।
এ ঘটনার কিছুক্ষণ আগেই ২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টের দলে সাকিবের জায়গায় তরুণ বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে সুযোগ দেওয়ার ঘোষণা আসে।
অভিষেকের অপেক্ষায় থাকা ২৩ বছর বয়সী এই স্পিনার গত বছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন। যেই মিরপুর টেস্ট সাকিবের বিদায়ের মঞ্চ হওয়ার কথা ছিল, সেটি হয়ে উঠল মুরাদের দলে ফেরার উপলক্ষ।
এদিকে সাকিব আল হাসানকে দেশে ফিরতে না দেওয়ায় ক্রিকেট ভক্ত ও সাকিবিয়ানদের ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাকিব আল হাসান বর্তমানে দুবাই অবস্থান করছেন। সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত ও নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় দেশে না ফেরার সিদ্ধান্ত নেন সাকিব আল হাসান।
এদিকে সাকিব আল হাসান একজন বিশ্বসেরা অলরাউন্ডার ও কিংবদন্তি ক্রিকেটার পরও দেশের মাটিতে বিদায়ী টেস্ট খেলতে না দেওয়ায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন মাশরাফি সাকিব ক্রিকেট ফ্যান ফাউন্ডেশনের সমন্বয়ক ও সাকিবিয়ান চট্টগ্রামের সদস্য স ম জিয়াউর রহমান। তিনি বলেন, সাকিব আল হাসান দেশের একজন ক্রিকেট লিজেন্ড ও কিংবদন্তি ক্রিকেটার। তাকে সম্মানের সাথে বিদায় দিতে না পারায় কোটি কোটি সাকিবিয়ানদের হ্নদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে। ইতিহাস এ নির্মমতাকে ভাবিয়ে তুলবে। তিনি আরও বলেন, সাকিব আল হাসান একজন। তাকে আমরা বাঙালিরা মূল্যায়ন না করলেও ক্রিকেট বিশ্ব মূল্যায়ন করেছে। ক্রিকেট ইতিহাস যতদিন থাকবে ততদিন সাকিব আল হাসান থাকবে আর সাকিব বিরোধীরা ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষেপ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা