“”প্লট তুমি কার?হয়রানি হাওয়ার পরেও আশাবাদী ৭৫ বছরের বৃদ্ধা””
:
গাজীপুর, জয়দেবপুরের বাসিন্দা মোঃ হারুনর রশীদের একটি ক্রয়কৃত জায়গা যেটা মিরপুর, সেনপাড়া পর্ব্বতা মৌজা দাগ নং ৪৭৯ তে অবস্থিত। সেই জায়গা সরকার একোয়ার হিসেবে নিয়ে তাকে মিরপুর দুয়ারীপাড়া ৮ নং সেকশনে ৫নং রোডের ১৩ নং জাতীয় গৃহায়নে একটি প্লট বুজিয়ে দেওয়ার কথা বলে বিগত প্রায় ১৯৯০ সাল থেকে দিনের পর দিন হয়রানি করিয়ে যাচ্ছে। এই সময় টাতে সে কয়েলবার তার প্লট এর জন্য আবেদন করলেও তাকে দেওয়া হয়নি কোনো প্লট। অপর দিকে বৈষম্য বিরোধী আন্দোলনের পর ৫ তারিখে পরে সাময়িক ভাবে যখন সব কিছু স্বাভাবিক হতে শুরু করলো তখনো সে কয়েক বার আদালত প্রাঙ্গণে এসেও খুব একটা লাভ হয়নি। সকলেই তালবানাহার কথা বলে ভুক্তভোগী হারুনর রশীদকে দিনের পর দিন আধাঁরে রেখেছেন। অথচ সকল কাগজ পত্র সঠিক ভাবে থাকার পরেও এখনো বুঝে পায়নি তার পাপ্য সেই নির্ধারিত প্লট। ৭৫ বছর বয়সী এই বৃদ্ধ বছরের পর বছর ঘুর পাক খাচ্ছেন ঢাকার মন্ত্রী, কোর্ট সহ বিভিন্ন সরকারি দফতর গুলোতে। দিনের পর দিন প্লটের জন্য আবেদন করেও তেমন কোনো লাভ হয়নি বরং প্রতিনিয়তই নতুন নতুন ভোগান্তির শিকার হতে হচ্ছে। অবশেষে হারুনর রশীদ বলেন” আমি আজ অনেক বছর যাবত এই প্লট এর জন্য ঘুরপাক খাচ্ছি, বাড়িতে আমার ছেলে অসুস্থ, আমার বর্তমান বয়স ৭৫ আমি জানিনা কখন আল্লাহর ডাকে সাড়া দেই, আমি এতো বছর যাবৎ এই প্লট এর পিছনে ঘুরে অনেক টাকা পয়সা চলে গেছে। যদি আমার প্লট আমাকে না দেয় তাহলে আমার ক্রয়কৃত জায়গা আমাকে ফিরিয়ে দিক।তবুও আমাকে এভাবে দিনের পর দিন হয়রানি না করুন।আমি আমার বয়স বিবেচনা করে তাদের একটি সঠিক সিদ্ধান্তের আসা করছি।আমি আাশা বাদি তারা আমাকে খুবই দ্রুত একটি সমাধানের ব্যবস্থা করে দিবে।