February 7, 2025, 7:01 am
শিরোনামঃ
সুনামগঞ্জের জামায়াত ৫টি আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত নোয়াখালীতে সাবেক সেনাপ্রধানের ও আ.লীগ নেতার বাড়িতে হেলমেট বাহিনীর হামলা-অগ্নিসংযোগ রাউজানের কাশেম নগর সান সাইন যুব সংঘের অলিম্পিক ফুটবল টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ও ফাইনাল সম্পন্ন বাঙালির স্বাধীনতা সংগ্রামের আঁতুড়ঘর ধানমণ্ডি-৩২ ভাঙার প্রতিবাদে ও উগ্র-জঙ্গিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চট্টগ্রামে কম্বল বিতরণ ও ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত চট্টগ্রামের হাটহাজারীতে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ জয়পুরহাট পাঁচবিবিতে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত গোপালগঞ্জে ৪টি যানবাহনের সংঘর্ষে ঘটনাস্থলে নিহত-১ আহত-১০। জয়পুরহাট পাঁচবিবিতে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত দোয়ারাবাজারে প্রা: বিদ্যালয়ে শিক্ষক রশিদ আহাম্মদ’র বিদায় সংবর্ধনা।

পীরগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ এক সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে

ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ।।

পীরগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায়
রাস্তার কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ এক সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে

(

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতাদের নাম ভাঙ্গিয়ে এক ঠিকাদারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে রাস্তা পাকাকরণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক সাবেক ইউপি চেয়ারম্যান ও তার ছেলের বিরুদ্ধে। শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে এ আভিযোগ করেন বাবু ঠিকাদেরর ম্যানেজার শাহিনুর রহমান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের শিববাড়ি এলাকায় একটি রাস্তা পাকা করণ কাজ করছেন তারা। বালু ফিলিং কাজ শেষে এখন খোয়াকরণ কাজ চলছে। গত ১৬ অক্টোবর সকাল ১১ টার দিকে লেবার ও মিস্ত্রি নিয়ে কাজ করার সময় উপজেলার মিলন বাজার এলাকার জনৈক আলম নামে এক ব্যক্তি তার কাছে যায়। এ সময় আলম তাকে জানায়, “রাস্তার কাজ করছো ভাল কথা। অনেক টাকার কাজ। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির নেতারা আছেন। তাদের টাকা দিতে হবে। আমরা আছি। কাজটা ভালভাবে শেষ করতে চাইলে আমাদের সব মিলে ৫ (পাঁচ) লাখ টাকা চাঁদা দিতে হবে। না দিলে কাজ করতে পারবে না। এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা খলিল ভাই এবং তার ছেলে বাবুল আমাকে পাঠিয়েছেন। কাজ বন্ধ কর। কবে টাকা দিবা তারা জানতে চেয়েছেন। ৫ লাখ টাকা দেওয়ার পর কাজ শুরু হবে। টাকা না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে”
কাজ বন্ধ না করলে আলম তাকে বিভিন্ন ভাষায় হুমকি ধামকি দেন। পরে বাধ্য হয়েই রাস্তার কাজ বন্ধ রাখেন ঠিকাদারের ঐ ম্যানেজার। পরে ঐদিনই দুপুর ২ টার দিকে খলিল চেয়ারম্যানের ছেলে বাবুল কাজের সাইটে এসে ম্যানেজার শাহিনুরকে আবারো বলে “কাজ যেন বন্ধ থাকে, আগে আমাদের ৫ লাখ টাকা দিবে- তারপর কাজ করবে, টাকা ছাড়া কাজ হবে না”। টাকা ছাড়া কাজ শুরু করলে সাংবাদিক ডেকে মিথ্যা অভিযোগ তুলে সর্বশান্ত করা সহ প্রাণে মেরে ফেলারও হুমকিও দেন বাবুল। তাদের হুমকি-ধামকি এবং চাঁদা দাবির কারণে রাস্তার কাজটা করতে না পারায় সাংবাদিক সহ সকলের সহযোগীতা কামনা করেছেন শাহিনুর।
অভিযোগ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, তিনি কাউকে চাঁদার জন্য কারো কাছে পাঠাননি। তার পরিবারের নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা