গভীর রাতে হঠাৎ আওয়ামী লীগের মিছিল
চট্টগ্রামে শেখ হাসিনা সরকারের পতনের আড়াই মাস পর হঠাৎ মিছিল করেছে আওয়ামী লীগ সমর্থকরা। গতকাল ১৮ অক্টোবর শুক্রবার দিনগত রাত পৌনে ১টার দিকে নগরীর কোতোয়ালি থানার জামালখান এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ২০ থেকে ৩০ জন নেতাকর্মী হঠাৎ এ মিছিল করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ কয়েকজন মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া বেশিরভাগই তরুণ বয়সী।
কয়েকটি মোটরসাইকেলযোগে তারা জামালখান মোড় এলাকায় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু এবং ‘শেখ হাসিনার ভয় নেই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিয়ে চলে যান।
মিছিলের কিছু ফুটেজ রাতেই আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করা হয়। সেখানে লেখা হয়,
চট্টগ্রামে জয়বাংলা স্লোগানে প্রকম্পিত রাজপথ। অন্যায়, অত্যাচার, নির্যাতন করে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের দমিয়ে রাখা যায় না।