খাগরিয়ার পীর সাহেব এনামুল হক চিশতি (রহ.)’র ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত
গত ১৭ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার খলিফায়ে গারাংগিয়া পীরে ত্বরিকত রাহনুমায়ে শরীয়ত আলহাজ্ব মাওলানা এনামুল হক চিশতি (রহ.) এর প্রথম ওফাত বার্ষিকী উপলক্ষে ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল সাহেবজাদা মাওলানা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিফায়ে গারাংগিয়া ও সাতবাড়িয়ার পীর হযরত মাওলানা আব্দুল হালিম রশিদি। খাগরিয়া শাহ মজিদিয়া রশিদিয়া ইবতেদায়ী মাদ্রাসার সুপার মাওলানা এনামুল হক এর পরিচালনায় আলোচনা করেন জাফরাবাদ সিনিয়র মাদ্রাসার আরবী প্রভাষক হযরত মাওলানা ইউসুফ বিন নুরী, বান্দরবান জেলা জজ কোর্ট জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ ক্বারী মুজিবুল হক। মাহফিলে অনেক ওলামায়ে কেরাম ও বুজুর্গানে দ্বীন উপস্থিত হয়ে আলচোনা করেন।
বক্তারা বলেন হযরত শাহ মাওলানা এনামুল হক চিশতি (রহ:) দলমত নির্বিশেষে সকলের নিকট গ্রহণযোগ্য ওয়ালি ছিলেন। তাঁর রেখে যাওয়া আদর্শ সকলের নিকট আদর্শের পাথেয়।