::: শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ০২ সদস্য গ্রেফতার:::
গত ৩১ আগস্ট, ২০২৪ খ্রিঃ, রাত অনুমান ০২:০০ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন ৪নং সিন্দুরখান ইউনিয়নের অন্তর্গত লাহারপুর বিহারী বস্তি গ্রামের জনৈক আব্দুর রশিদ(৬৫), পিতা-মৃত আব্দুল সোবহান এর বসত ঘরে অজ্ঞাতনামা ডাকাতরা প্রবেশ করিয়া আব্দুর রশিদসহ তার ছেলে ও স্ত্রীকে মারপিট করিয়া গুরুতর জখম করে এবং স্বর্ণালংকার,নগদ টাকা ও মোবাইল ফোনসহ সর্বমোট-১১,৬৯,০০০/-(এগারো লক্ষ ঊনসত্তর হাজার) টাকার মালামাল লুন্ঠন করিয়া নিয়া যায়।
ঘটনার বিষয়ে বাদী থানায় মামলা দায়ের করার পর হইতে ঘটনার সহিত জড়িত অজ্ঞাতনামা ডাকাতদের সনাক্ত করিয়া গ্রেফতারের জন্য শ্রীমঙ্গল থানা পুলিশের একাধিক চৌকস টিম কাজ শুরু করে। মৌলভীবাজার জেলা পুলিশের অভিভাবক মাননীয় পুলিশ সুপার মহোদয় ও সহকারী পুলিশ সুপার শ্রীমঙ্গল সার্কেল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ শ্রীমঙ্গল থানা, মৌলভীবাজার জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (অপারেশন্স) জনাব সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য সঙ্গীয় ফোর্সসহ ১৭/০৯/২০২৪খ্রিঃ তারিখ রাত ২২.০০ ঘটিকা হতে ২৩.০০ ঘটিকা পর্যন্ত অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল থানাধীন দূর্গানগর ও গুলগাঁও সাকিন হইতে ডাকাতির ঘটনার সহিত জড়িত আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ১। মোঃ মহরম আলী (৩৭) পিতা- মৃত আব্দুল মতিন সাং- দূর্গানগর , ২। রশিদ মিয়া(২৭), পিতা-মৃত মফিজ মিয়া, সাং-গুলগাঁও, উভয় থানা-শ্রীমঙ্গল,জেলা-মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদ্বয় সহ অপরাপর আসামীগণকে ব্রাহ্মণবাড়িয়া জেলা হইতে আনাইয়া একত্রিত হইয়া বাদীর বাড়ীতে ডাকাতির ঘটনাটি সংঘটন করিয়াছে মর্মে পূর্বে গ্রেফতারকৃত আসামী চান্দু মিয়া স্বেচ্ছায় প্রদত্ত ফেীজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারার জবানবন্দিতে জানায়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।