পার্বতীপুরে উপাধ্যক্ষসহ চার ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মানববন্ধন
গত ১৭ অক্টোবর(বৃহস্পতিবার) সকাল ১১টায় দিনাজপুরের পার্বতীপুর পৌর শহরের সরকারপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে এই মানববন্ধনের আয়োজন করে অত্র মাদ্রাসার শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীগণ।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুর রশিদ সংগ্রাম,দৈনিক গণকণ্ঠের বিশেষ প্রতিবেদক আতিকুর রহমান আতিক,পৌর মহিলা বিএনপি’র সহ- সভাপতি রুবিনা পারভীন সহ অনেকেই।
এসময় আরও উপস্থিত ছিলেন মাহমুদ আলম,রুস্তম আলী,অভিভাবক নুরুল আমিন,দেলোয়ার হোসেন প্রমুখ।
এ মানববন্ধনে অন্তত ৩ শতাধিক শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী অংশ নেয়।বক্তারা অভিযোগ করেন,মাদ্রাসাকে অনিয়ম দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত করেছেন উপাধ্যক্ষ রফিকুল ইসলাম সহ চার ভারপ্রাপ্ত অধ্যক্ষগণ।
মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করে বলেন,বর্তমান উপাধ্যক্ষ দায়িত্ব পাওয়ার পর থেকে মাদ্রাসাটিকে টাকা আয়ের প্রধান ক্ষেত্র বানিয়েছেন।মাদ্রাসার নামীয় আবাদী জমি প্রতি বছর লিজ বা খাই খালাসী দিয়ে উক্ত টাকা মাদ্রাসা নামীয় ব্যাংক একাউন্টে জমা না দিয়ে বিগত ১৫ বছর যাবত তারা আত্নসাৎ করেছেন।বিভিন্ন খাতে মাদ্রাসায় বরাদ্দ আসলেও সেই টাকা কোথায় যায় তার কোন হদিস পাওয়া যায় না।নিয়োগ বাণিজ্যেও সিদ্ধহস্ত তারা।
মানববন্ধন শেষে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী উপাধ্যক্ষ সহ চার ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে একটি বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।
বিষয়টি জানতে উপাধ্যক্ষ রফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করেও তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।