বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সবাইকে জানাই প্রবারণা পূর্ণিমা’র আন্তরিক শুভেচ্ছা
সারাদেশে চলমান বিশৃঙ্খলা এবং এই অবৈধ সরকারের অব্যবস্থাপনা ও অবহেলায় সৃষ্ট নিরাপত্তা ব্যবস্থার অবনতির কারণে প্রতি বছরের ন্যায় এ বছর প্রবারণা পূর্ণিমাতে পার্বত্য অঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে না ঐতিহ্যবাহী “কঠিন চীবর দানোৎসব”। জননেত্রী শেখ হাসিনা’র সরকারের সুব্যবস্থাপনায় শৃঙ্খলা ও নিরাপত্তার সাথে বিগত বছরগুলোতে ঐতিহ্যবাহী এই উৎসব যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
আমরা জননিরাপত্তা খাতে এই অবৈধ এবং অসাংবিধানিক সরকারের অবহেলা ও ব্যর্থতার প্রতি তীব্র নিন্দা একই সাথে ধিক্কার জানাই।
আত্মশুদ্ধি অর্জনের মধ্য দিয়ে অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের আয়োজনের বার্তা নিয়ে প্রবারণা পূর্ণিমা’র তাৎপর্য ছড়িয়ে পড়ুক সফলভাবে।