:::শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধার, গ্রেফতার-০১:::
গত ১৩ অক্টোবর, ২০২৪ খ্রিঃ তারিখ দিবাগত রাত আনুমানিক ০৯:০০ ঘটিকা হইতে ভোর ০৪.০০ ঘটিকার মধ্যে যেকোন সময় শ্রীমঙ্গল পৌরসভাস্থ আরামবাগ আ/এ এলাকা হইতে মিলন রবি দাশ (৩৬), পিতা-মৃত নন্দলাল রবি দাশ, গ্রাম-শমশেরনগর চা বাগান, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার এর একটি লাল রংয়ের হিরো গ্লামার মোটরসাইকেল (রেজি নং চট্ট মেট্রো-হ-১৪-৩০২৩) অজ্ঞাতনামা চোরেরা চুরি করিয়া নিয়া যায়।
উক্ত ঘটনার বিষয়ে বাদী থানায় মামলা দায়ের করিলে মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল জনাব আনিসুর রহমান মহোদয়ের তদারকীতে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে অদ্য ১৫ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ রাত্রিবেলা এসআই(নিরস্ত্র)/ মোঃ আমিনুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও ইউপির সাতগাঁও চা বাগানের ফ্যাক্টরীর সামন হইতে তদন্তে প্রাপ্ত আসামী মোঃ জুয়েল মিয়া (২৯), পিতা-মৃত ইউনুছ আলী, সৎ পিতা-বাছিত মিয়া, মাতা-সামছি বেগম, সাং-বাঁশতলা, থানা-মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে বাদীর চোরাইকৃত একটি লাল রংয়ের হিরো গ্লামার মোটরসাইকেল উদ্ধার করেন। গ্রেফতারকৃত আসামীকে চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।