শ্রীমঙ্গলে একটি অটো টমটম রিক্সার জন্য প্রাণ গেল চালকের
কি নির্মম অবস্থা সামান্য একটা গাড়ির জন্য একটি জীবন কেড়ে নিল আর একটি পরিবার ধ্বংস করে দিলো।
শ্রীমঙ্গলে এক টমটম চালককে নির্মমভাবে খুন
আবুল খায়ের (৩৫) পিতা মৃত আনসার মিয়া গ্রাম মুসলিমবাগ গাং পাড়।
মঙ্গলবার (১৫ অক্টোবর) উপজেলার কালীঘাট ইউনিয়নের কালিঘাট চা বাগানের ১১ নং সেকশনে কলাকাটা অবস্থায় লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
এছাড়াও মৃত ব্যক্তির গায়ে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।