পাহাড় কর্তন করায় আকবরশাহ থানায় পরিবেশ অধিদপ্তরের মামলা!
গতকাল ১৪ অক্টোবর সোমবার চচট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার আকবর শাহ থানার জঙ্গল লতিফপুর মৌজার মিরপুর রোডের এনাম ড্রাইভারের বাড়ির পেছনে বিএস দাগ নং ৯৭ এ অননুমোদিতভাবে পাহাড় কর্তণের দ্বায়ে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার জনাব মোঃ আশরাফ উদ্দিন বাদী হয়ে ১. রনি (৩৫), ২. মোঃ ওসমান (৩৯), পিতাঃ শাকের মোহাম্মদ,৩. মোঃ জামাল উদ্দিন (৪১), পিতাঃ মোঃ সিদ্দিকী আহম্মদ, ৪. মোঃ আবুল কাসেম (৩০)-প্রকাশঃ নলা কাশেম, পিতাঃ কাঞ্চন মাঝি-প্রকাশ মানিক মাঝি, ৫. মোঃ মানিক (৪৫)-প্রকাশ-মানিক মিস্ত্রি, পিতাঃ মোঃ ইয়াসিন, ৬. সবুজ (২৫)-প্রকাশ-ডিশ সবুজ, সহ অজ্ঞাত আরো ৪-৫ জনের বিরুদ্ধে নগরের সিএমপির আকবরশাহ থানায় মামলা দায়ের করেন।
আকবরশাহ থানা সূত্র জানায়, আসামিদের আটকে তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। যে কোন সময় আসামিরা আটক হতে পারে।