শ্রীমঙ্গল মসজিদের নামকরণ নিয়ে ৫ জন আহত
শ্রীমঙ্গল দক্ষিণ উত্তর সুর ৯নং ওয়ার্ড তালতলা নতুন জামে মসজিদএর- সাইনবোর্ডে তালতলা জামে মসজিদ নামকরণ মুছা নিয়ে,গত কাল
১৩/১০/২০২৪ইং সন্ধ্যা ৫ ঘটিকায় একই এলাকার ভাড়াটিয়া সন্রাসী দলবল নিয়ে মোঃ জব্বার মিয়ার ছেলে মোঃ রহিম মিয়া এলোপাতাড়ি মারধর শুরু করে বলে জানা যায়. ৫ জন কে কুপিয়ে আহত করে ।
আহত হলেন. প্রতিবন্দী মোঃ লিটন মিয়া, মোঃ তারেক.আওয়াল.জয়নাল এবং জিসান আহত হয়-তারেক ও আওয়ালের অবস্থা খুবই অবনীতি মাথায় আঘাত করেছে বর্তমানে সিলেট উসমানী হাসপাতালে চিকিৎসা চলতেছে বলে জানিয়েছেন আত্মীয় স্বজনরা।
২ জন বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে আই সি ইউ তে আছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।