পটিয়ার সাংবাদিক নুরুল ইসলাম আর নেই
চট্টগ্রামের পটিয়ার প্রবীণ সাংবাদিক নুরুল ইসলাম (৬৮) আর নেই। আজ ১৩ অক্টোবর রবিবার বেলা আড়াইটার দিকে পটিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তর গোবিন্দরখীলের গ্রামের বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
রাত ১১টায় আমির ভাণ্ডার মাঠে জানাজা হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
তার মৃত্যুতে বিভিন্ন সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান শোক জানিয়েছেন। তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমাবেদনা জানান।