ঢাকা বাড্ডার সাতারকুল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে নকলা-নালিতাবাড়ী বন্যার্তদের মাঝে নগদ অর্থ সহায়তা
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুর জেলার ৩ টি উপজেলা আকস্মিক বন্যা দেখা দিয়েছে। নকলা,নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। ঘর বাড়িতে পানি ডুকে থাকার অনুপযোগী হয়ে পড়েছে। হাজার হাজার পানিবন্ধি মানুষ ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে, বহু লোক কষ্ট করে বাড়িতে খেয়ে না খেয়ে বসবাস করছে। শত শত একর ধানের জমি তলিয়ে গেছে, পুকুর তলিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ চলে গেছে, পানিতে ভেসে গেছে গরু,ছাগল ও হাস মুরগী। সবকিছু হারিয়ে ওরা মানবেতর জীবনযাপন করতেছে। জেলায় এ পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে।
এই সংকটময় মুহুর্তে ঢাকার বাড্ডা থানার অন্তর্গত সাতারকুল স্কুল এন্ড কলেজের আয়োজনে শেরপুর জেলায় নকলা ও নালিতাবাড়ী উপজেলায় বন্যার্তদের মাঝে ৮০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করেন এবং ২ টি বন্যার্ত পরিবারের পুনর্বাসনকল্পে ঘর নির্মাণে সহায়তা হিসেবে শেকড় ফাউন্ডেশনকে ৬০০০ টাকা প্রদান করেন। নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া গ্রামসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা এবং নকলা উপজেলার ১ নং গনপদ্দী ইউনিয়নের মেদীরপাড়, বরইতার ও বিহারীরপাড় এলাকায় প্রকৃত প্রাপ্য লোকদের মাঝে ১২ অক্টোবর বিকেলে ওই অর্থ সহায়তা করা হয়।
এসময় সাতারকুল স্কুল এন্ড কলেজ এর সিনিয়র শিক্ষক মো: নুরুল ইসলাম, কবি ও শিক্ষক মুহম্মদ জাইদুল ইসলাম, মো: কমল মিয়া, সারোয়ার জাহান শামীম, চরশেরপুর নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহনুর রহমান সুমন, শেখ সাদী, সাইম এবং নকলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন আহমেদ ও সাধারণ সম্পাদক কবি ও সংগঠক এ এম ফিরোজ উপস্থিত ছিলেন।