:::শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অপহৃত শিশু উদ্ধার ও আসামী গ্রেফতার:::
মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল জনাব আনিসুর রহমান মহোদয়ের তদারকীতে এবং অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম সাহেব এর নেতৃত্বে অদ্য ১১/১০/২০২৪ খ্রিঃ তারিখ ০০.৩০ ঘটিকার সময় এসআই(নিরস্ত্র)/শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া শ্রীমঙ্গল থানার এফআই আর নং-৯, তারিখ- ১০/১০/২০২৪; অপহৃত শিশু উদ্ধার ও আসামীকে শ্রীমঙ্গল হবিগঞ্জ বাসস্ট্যান্ড হতে গ্রেফতার করা হয়। গত ০৮-১০-২০২৪ ইং সময় আনুমানিক সকাল ০৯:৩০ ঘটিকায় ঘটনাস্থল ০৫নং কালাপুর ইউপির অন্তর্গত কালাপুর সাকিনস্থ বাদীর বসত বাড়ী হতে ভিকটিমকে স্কুলে নিয়া যাওয়ার কথা বলিয়া ধৃত আসামী নাছিম খাঁন কৌশলে অপহরণ করিয়া অজ্ঞাতনামা স্থানে নিয়া যায়। উক্ত ঘটনার বিষয়ে বাদী থানায় মামলা দায়ের করার পর অদ্য ১১/১০/২০২৪ খ্রিঃ তারিখ আসামী নাছিম খাঁনকে গ্রেফতার পূর্বক অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।