শ্রীমঙ্গল বালিশিরা রিসোর্টে (অব:) অতিরিক্ত সচিবের মৃত্যু:
শ্রীমঙ্গল বালিশিরা রিসোর্টে সালাউদ্দিন আহমেদ (৬০), অতিরিক্ত সচিব (অবঃ), পিতা-মৃত: হাবিজ উদ্দিন (মাস্টার)
সাং- চালাবন, থানা – দক্ষিণ খান, জেলা- ঢাকা এর মৃতদেহ আজ সকালে পাওয়া যায়। তিনি গতকাল বুধবার ০৯ অক্টোবর বালিশিরা রিসোর্টে রাত্রি যাপনের জন্য আসেন।
রিসোর্টের ২য় তলার ০৫ নং কক্ষে রুম বুকিং করেন। আজ বৃহস্পতিবার সকাল ০৮.৩০ ঘটিকার সময় রিসোর্টের স্টাফ রুমে ডাকাডাকি করলে কোন সাড়াশব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ রুমের ভেতরে প্রবেশ করে মৃতদেহ দেখতে পান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। বর্তমানে মৃতদেহটি শ্রীমঙ্গল থানায় রয়েছে।