June 17, 2025, 7:45 am
শিরোনামঃ
গফরগাঁওয়ে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা,পরিবারে শোক, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি। সাতক্ষীরার শ্যামনগরে দুই জলদস্যু নজির গাজী (৪৯) ও দিদারুল ইসলাম (৩৮)–কে আটক করেছে পুলিশ। রাজশাহীতে করোনা সনাক্ত। নীল দরিয়ায় ঘুরতে আসলাম এক নারী উপরে অতর্কিত হামলা ও গলা থেকে স্বর্ণের চেন ছিনতাইয়ের ঘটনা উঠে এসেছ । খুলনায় শুরু হয়েছে খুনের মেলা, তাইতো খুলনায় বিভিন্ন স্থানে ৪৭ দিনে ১৮ খুন । ডাক পেলো ২৮তম ব্যাচ ,ডিসি ফিট লিস্টের জন্য। বিপাকে পথচারীরাবিপাকে পথচারীরা,কয়রায় রাস্তার রয়েছে কাটাযুক্ত গাছের ডাল। সেবা নিশ্চিতে কেসিসির উদাসিনতার অভিযোগ তুলে বিএনপির উদ্বেগ। নরসিংদীর মাধবদীতে প্রেমিক সুমনের বাড়িতে অবস্থান নেওয়ার ৩ দিন পড় প্রেমিকা সুবর্ণাকে বিয়ে করতে বাধ্য হয়। হযরত শাহ মোহছেন আউলিয়ার মাজার দর্শন ও জিয়ারত।

আজ দিনাজপুরের নবাবগঞ্জ চড়ারহাট গণহত্যা দিবস”

মোঃ ফয়জার রহমান দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

”আজ দিনাজপুরের নবাবগঞ্জ চড়ারহাট গণহত্যা দিবস”

মহান মুক্তিযুদ্ধে দিনাজপুর জেলায় সবচেয়ে জঘন্যতম গণহত্যার ঘটনা ঘটে “১০-অক্টোবর ১৯৭১সাল চড়ারহাট।
এই দিবসটি কোন রাজনৈতিক দল পালন করেন না, ২০২১ সালে ছাত্র অধিকার পরিষদের ব্যানার থেকে পালন করা হয়েছিল, সাবেক সভাপতি একরামুল হক আবিরের নেতৃত্বে।
সাবেক সভাপতি একরামুল হক আমিন বলেন আজ ১০ই অক্টোবরের জেলা প্রোগ্রামের জের ধরে প্রথমবারের মত সাবেক হুইপ ইকবালের নির্দেশে ২০২১ এর ছাত্রলীগের ৯/১০ জনসহ সাধারন সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান এর নেতৃত্বে আমাকে একা পেয়ে ইচ্ছেমত পিটানো হয়। শিবির ট্যাগ দিয়ে আরও বেশি মারা হয়। সেই ছাত্রলীগের ছেলেগুলোর অবয়ব এখনো ভাসে!
আজ নবাবগঞ্জ উপজেলার বিখ্যাত চড়ারহাট গণহ*ত্যা দিবস। ১৯৭১ সালের সেই সকল বীরদের প্রতি সহস্র সালাম। যেই ৭১ এর চেতনা নিয়ে আওয়ামীলীগ ফ্যাসিবাদ কায়েম করেছিল,খৎ সেই আওয়ামীলীগ এই দিনটিকে স্বরণ করতো না। ২৪ এর জুলাইয়ের মত ৭১র আমাদের মননে ছিল। তাই জেলা সভাপতি হিসেবে দিনটি স্বরণে ছাত্রদের পক্ষ থেকে একটি কর্মসূচি দেই। শুরুতে প্রশাসন দফায় দফায় বাঁধা সৃষ্টি করে। সবকিছুকে মাড়িয়ে প্রোগ্রাম সফল করি। পুরো দিনাজপুরের ফ্যাসি*স্টদের গাত্রদাহ শুরু হয়। পরদিন একা পেয়ে হামলে পড়ে আমার উপরে। আওয়ামী ফ্যাসি*স্টদের বিরুদ্ধে ২৪এ নতুন করে জেগে ওঠা হয়নি। এই রেজিমের বিরুদ্ধে আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২৪ পেয়েছি।

আর ১৯৭১ সালের ১০ই অক্টোবর চড়ার হাঁট গণহ*ত্যা দিবস উপলক্ষ্যে ২০২১ এর প্রোগ্রামে যুব, শ্রমিকের কোনো ভূমিকায় ছিলনা। বরং তাঁরা বিভিন্ন উপজেলার ছাত্রদের ভয় দেখিয়ে আসতে বাঁধা সৃষ্টি করেছিল। যার কলকাঠি নাড়তো ঢাকায় বসে থাকা সুদিনের কিছু হাইব্রিড। যাঁদের উদ্দেশ্যই হিংসা লালন করা। এসব প্রতিহিংসা দেখতে দেখতেই সংগঠন থেকে আড়ালে যাওয়া। কোনো অভিমান নয় বরং চর্তুমুখী নোংরামী আবার সেই মানুষগুলোর সিন্ডিকেটকে জবাবদিহিতায় না নিয়ে আসা।
বেশির ভাগ রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ এই সমস্যা বিরাজমান। তাই রাজনৈতিক দলগুলোর ব্যক্তির হিংসা নামক বিষাক্ত চিন্তার নির্যাস শুকাতে হবে। তাহলে রাজনীতি থেকে অপরাজনীতি শব্দটা দূর হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা
Skip to toolbar