নরসিংদীর শীলমান্দীর ফুলতলায় পূজা মন্ডপের নিরাপত্তার জন্য কমিটি করেন ইউনিয়ন বি.এন.পি।
নরসিংদী খবরর সদর উপজেলার শীলমান্দী ইউনিয়ন বি.এন.পি ও অঙ্গসংগঠনের উদ্দ্যগে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে যেন কেউ কোন দূরঘটনা না ঘটাতে পারে সে বিষয়ে ইউনিয়ন বি.এন.পি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে গত ৭ অক্টোবর (সোমবার) বিকালে ফুলতলা বাজারে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ইউনিয়নের ৬টি পূজা মন্ডপের জন্য ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শীলমান্দী ইউনিয়ন বি.এন.পির আহ্বায়ক ছানাউল্লা মিলন, সদস্য সচিব, বোরহান উদ্দীন, যুগ্ম আহবায়ক, মিরাজুল হক, সদর থানা যুবদলের আহবায়ক, হুমায়ন কবির (রাসেল) শীলমান্দী ইউনিয়ন যুবদলের আহবায়ক তানভীর আলম রুবেল, সদর থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন পাটোয়ারী, সদর থানা ওলামাদলের আহবায়ক, আঃ মান্নান, ফুলতলা শীতলাবাড়ী পূজা মন্ডপের সভাপতি সুমির সাহা,সহ-সভাপতি শিবু সাহা।