জয়পুরহাটে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, কলেজ শিক্ষার্থী নিহত
জয়পুরহাটে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার নাম ইউসুফ মন্ডল (১৮)।
মঙ্গলবার ( ৮ অক্টোবর) বিকেলে জয়পুরহাট -মঙ্গলবাড়ী সড়কের শিল্পকলা একাডেমির সামনে এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইউসুফ মন্ডল জয়পুরহাট পৌর শহরের তাজুর মোড় সোনারগাঁও মহল্লার রানা মন্ডলের ছেলে। তিনি মঙ্গলবাড়ী এম এম ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
(ওসি) শাহেদ আল মামুন জানান, ইউসুফ কলেজ শেষ করে মোটরসাইকেল যোগে শহরে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে শিল্পকলা একাডেমির সামনে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ইউসুফ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে ইউসুফের অবস্থার অবনতি হওয়ায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।