শ্রীমঙ্গলে ভারতীয় চোরাই পণ্য আটক
শ্রীমঙ্গলে ভারতীয় চোরাই পণ্য আটক করেছে পুলিশ। শ্রীমঙ্গলের এজে আর পার্সেল থেকে ৫ কার্টুন ভারতীয় মোবাইল ডিসপ্লে ও এক্সসরিস জব্দ করেছে পুলিশ। এগুলোর দাম কয়েক লাখ টাকা হবে বলে জানা গেছে। সোমবার রাত ৮ টায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শ্রীমঙ্গল থানায় সাংবাদিকদের সাথে ওসির এক মতবিনিময় সভায় আমি ভারতীয় সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়ন দিয়ে অবাধে মাদক ও চোরাই পণ্য ঢুকছে এবং এগুলো কুরিয়ার সার্ভিস ও রেলওয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্হানে পৌঁছে দেয়া হচ্ছে মর্মে তথ্য শেয়ার করি। বৈঠকের আধা ঘন্টা পর একটি গোয়েন্দা সংস্থার তথ্য মতে পুলিশ এ অভিযান চালিয়ে এই চোরাই মালামাল আটক করে বলে জানা গেছে।
মালের বক্সের ওপরে নরসিংদীর জনি দাস নামে প্রাপকের নাম ও মোবাইল নাম্বার দেয়া রয়েছে। জনি দাসকে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি জানান সিন্দুরখান ইউনিয়ন এর ফটিক মিয়া নামে একজন লোক এ মাল বুকিং করেছেন বলে তিনি জানান।
সূত্রে তথ্য মতে এর আগেও কয়েক লক্ষ টাকার ভারতীয় শাড়ী সিন্দুরখান ইউনিয়ন থেকে শহরে আসার সময় ছিনতাই হয়। সিন্দুরখান ইউনিয়ন যেন ভারতীয় পণ্য ও মাদক চোরাচালানের অবাধ ট্রানজিট হয়ে গেছে।
ফটিকসহ আরও যতসব চোরাকারবারি রয়েছে তাদের গডফাদার কে তাদের গ্রেফতার করার দাবী জানাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর নিকট।
পর্দার আড়ালে জনসেবার মুখোশ পড়ে যারা মাদক,ভারতীয় পণ্য মোবাইল ডিসপ্লে,এক্সসরিস,চশমার ফ্রেম,শাড়ী চোরাকারবার করে,অবৈধ বালু ব্যবসা,গরু চোরাচালান ও রাবার প্রাচার করে অতি অল্প সময়ে কোটি কোটি টাকার মালিক হয়েছেন ও এর সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।