কোম্পানীগঞ্জে জামায়াত ইসলামীর দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা শাখার দায়িত্বশীল সম্মেলন সোমবার বিকেলে বসুরহাট নির্ঝর কনভেনশন হলে উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মিজানুর রহমান এর উপস্থাপনায় অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে দায়িত্বশীল সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এসময় সভার সভাপতি অধ্যক্ষ বেলায়েত হোসেন তার বক্তব্য্য বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা হলো সাত শহীদের জন্মভূমি, তাদের হত্যার বিচার এ মাটিতে হবে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিস সুরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য জনাব নজরুল ইসলাম খাদেম তার বক্তব্যে দায়িত্বশীলদের মাঠ পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরো এগিয়ে নেওয়ার জন্য মাঠে ময়দানে দাওয়াতি কাজ আরো বেশি বেশি করে চালিয়ে যাওয়ার আহবান জানান, এসময় আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমির সায়্যেদ আহমাদ, জেলা জামায়াতের সহ- সেক্রেটারী ইসমাইল হোসেন মানিক,উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দিন প্রমুখ।