December 11, 2024, 7:39 am
শিরোনামঃ
কোম্পানীগঞ্জে উপজেলা শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত আওয়ামীলীগ নেতা পিয়ার আলীর কমেনি দাপট আন্তর্জাতিক মানবাধিকার দিবস নওগাঁ দেলুয়াবাড়ী-চৌবাড়ীয়া আঞ্চলিক বাঁকাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত ও ২ জন আহত চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবসের আলোচনা সভায় বক্তারা মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে চট্টগ্রামে ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভায় বক্তারা মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান মাইজভান্ডারী তরিকার অন্যতম অনুঘটক সৈয়দ আমিনুল হক ওয়াসেল (ক.) ওরশ শরীফ অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার দিবসে মো. কামাল উদ্দীনের প্রবন্ধ: পরিবেশ ও মানবাধিকার রক্ষায় ঐতিহাসিক দায়িত্ব সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ)’র পবিত্র খোশরোজ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত বন্দরে সড়কে শৃংখলা ফেরাতে মদনপুর বাসস্ট্যান্ডে প্রশাসনের অভিযান

নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় ।

মোঃ তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি

নরসিংদীতে সততা চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় ।

 নরসিংদীতে দুর্নীতি বিরোধী গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার বিকালে সদর উপজেলার ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা করা হয়।
দুর্নীতি দমন কমিশন (দুদক) এর সহযোগিতায় নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার ১০টি উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার ২৫০ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি বিরোধী স্লোগান সম্বলিত স্কেল, টিফিন বক্সসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ বশিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় গাজীপুরের উপ পরিচালক বায়েজিদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিম মিয়া।
জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সস্পাদক আলতাফ হোসেন নাজিরের সঞ্চালনায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি রায়হানা সরকার। এসময় নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হলধর দাস, মোস্তাক আহমেদ ভুইয়া, মনজিল এ মিল্লাত, আসাদুজ্জামান রিপন, বেলায়েত হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা