শ্রীমঙ্গলে রিকশায় সিরিয়াল নাম্বার ও স্টিকার দেওয়ার নাম করে রিকশাচালকদের কাছ থেকে একটি চক্র বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নিচ্ছে এমন কথা শোনা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে রিকশায় স্টিকার বা সিরিয়াল নাম্বার এর কথা বলে কেউ কোন প্রকার চাঁদা দাবি করলে তাকে আটক করে উপজেলা প্রশাসনের হাতে তুলে দেয়ার জন্য। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব জানিয়েছেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে নিজ উদ্যোগে অথবা সংগঠনের উদ্যোগে প্রত্যেক সড়কের রিকশার সিরিয়াল নাম্বার দিয়ে একটি তালিকা তৈরি করে দেওয়ার জন্য। এ ব্যাপারে কোন প্রকার অর্থ লেনদেনের কথা বলা হয়নি। যদি কেউ প্রশাসনের নাম ভাঙ্গিয়ে কোন চালকের কাছ থেকে অনৈতিকভাবে চাঁদা আদায় করেন তাহলে তদন্ত করে যে ব্যক্তি চাঁদা নেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এদিকে শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি জননেতা মো. মহসিন মিয়া মধু জানিয়েছেন শ্রীমঙ্গল শহরে কোন প্রকার চাঁদাবাজি বরদাস করা হবে না। বিশেষ করে রিকশা চালকদের কাছ থেকে সিরিয়াল নাম্বার অথবা স্টিকার দেওয়ার নাম করে যদি কেউ কোন প্রকার চাঁদা দাবি করে তাহলে মহসিন মিয়া মধুর ব্যক্তিগত নাম্বারে ফোন করে বিষয়টি জানানোর জন্য অনুরোধ জানান। তিনি আরো জানান, সাধারণ রিকশাচালকরা নিতান্তই খেটে খাওয়া মানুষ, তাদের কাছ থেকে কেউ চাঁদা নিলে প্রশাসনের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধুর ব্যক্তিগত মোবাইল নাম্বার যোগাযোগের জন্য দেওয়া হল-
(০১৭১৩-৩০১০৭০)