ফুটেজসহ
০৪ অক্টোবর ২০২৪
ঝালকাঠি।
ঝালকাঠির কাঠালিয়ায় দূর্গা পূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কাঠালিয়া থানা পুলিশের আয়োজনে ৩ আগষ্ট রাত ৮ টায় উপজেলার পশ্চিম ছিটকী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ সহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ২২ ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এসএম সাজ্জাদ হোসাইন, ক্যাপটেন মোস্তাফিজুর রহমান, ঝালকাঠি জেলা এনএসআই এর যুগ্ম পরিচালক মাহমুদ হোসেন পারভেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন সরকার।
এ সময় বক্তব্য রাখেন আওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাওলানা আঃ গফুর, ইউনিয়ন জামায়েত ইসলামির সভাপতি মাওলানা রুস্তুম আলী, কাঠালিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষন দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক নয়ন বালা।
এইচ এম নাসির উদ্দিন
ঝালকাঠি প্রতিনিধি
০১৭১৩৯৬৩৬৭৫