পীরগঞ্জে দুর্গা মন্ডপে বিএনপির অনুদান প্রদান
:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১১৯টি পূজা মণ্ডপে উপজেলা বিএনপির পক্ষ থেকে অনুদান হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানের সভাপত্বিতে অনুদান বিতরণ সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সাভাপতি রুহুল আমীন, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান কল্যাণ ফ্রন্টের সাধারণ সম্পাদক রামকৃষ্ণ রায় প্রমূখ। পরে প্রতিটি পূজা মন্ডপের সভাপতি সম্পাদকের হাতে নগদ এক হাজার টাকা করে অনুদান দেয়া হয়। এ সময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল হক, জিল্লূর রহমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হসেন, জাহিদুর রহমান ডলার, জিয়াউর রহমান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুন রশিদ, যুবদল নেতা হায়দার আলী, আতিকুজ্জামান সহ দলের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।