:::শ্রীমঙ্গল থেকে নিখোঁজ মাদ্রাসা ছাত্র চট্টগ্রাম হইতে উদ্ধার:::
গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ তারিখে বিকাল ০৫:০০ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাধীন ০৫নং কালাপুর ইউপির অন্তর্গত বরুনা এলাকা হইতে মাদ্রাসা ছাত্র নাঈম আহমদ রিয়াদ (১৬), পিতা-মোঃ আব্দুস সোবহান চৌধুরী, গ্রাম-বরুনা, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার নিখোঁজ হয়। উক্ত বিষয়ে ভিকটিমের পিতা শ্রীমঙ্গল থানায় একটি নিখোঁজ জিডি দায়ের করিলে মৌলভীবাজার জেলার মাননীয় পুলিশ সুপার জনাব এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেন মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার, শ্রীমঙ্গল সার্কেল জনাব আনিসুর রহমান মহোদয় ও অফিসার ইনচার্জ জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সার্বিক তদারকীতে এসআই/মোঃ জাকির হোসেন ০১ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখে চট্টগ্রাম রেলস্টেশন এলাকা হইতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র নাঈম আহমদ রিয়াদ (১৬)‘কে উদ্ধার করেন। উদ্ধারকৃত মাদ্রাসা ছাত্রকে অদ্য ০২ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখে তার পরিবারের নিকট বুঝাইয়া দেওয়া হয়েছে।