রূপগঞ্জে ইটভাটায় লুটপাট : আটক -২
নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার সাবেক কাউন্সিলরের পিতার মালিকানাধীন ইটভাটায় লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ ২ জনকে আটক করেছে। সোমবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো, নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিশনন্দী এলাকার আবেদ আলীর ছেলে মামুন মিয়া ও ইসমাইলের ছেলে আবু সাঈদ।
ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ রুহুল আমিন জানান, দুপুর দেড়টার দিকে কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় কাঞ্চন পৌরসভার ১নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর পনির হোসেনের পিতা আলীমুদ্দিনের মালিকানাধীন এআরবি-২ ইটভাটায় স্থানীয় মোশারফ বাহিনীর ১৫/২০জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে প্রবেশ করে। এসময় তারা ইটভাটায় রাখা ইট জোরপূর্বক ট্রাকে ভর্তি করে নিয়ে অনত্র নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মামুন মিয়া ও আবু সাঈদ নামে দুইজনকে আটক করে। এসময় জব্দ করা হয় ইট ভর্তি একটি ট্রাক।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে এসআই আরো জানান।