নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দোকানে, নিহত ২
চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ইটভর্তি একটি ট্রাক দোকানে ঢুকে পড়েছে। এতে অন্তত দুইজন নিহত ও ১০ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ ২৩ সেপ্টেম্বর সোমবার রাত পৌনে ১১ টার মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, নতুন ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় ১১ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। বাকি ৯ জনকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানান, শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে নিউমার্কেট মুখি ইটবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে রাস্তার পাশের দোকানে ঢুকে পড়ে। এতে সিএনজিচালক, বাইক আরোহী ও দোকানে অবস্থানরতরা গাড়িচাপা পড়ে। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।