রাণীশংকৈলে গনঅধিকার পরিষদের আনন্দ শোভাযাত্রা..
:
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল উপজেলায় ২১শে সেপ্টেম্বর বিকেল ৩টার সময় আবাদ তাকিয়া মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার সামনে থেকে রাণীশংকৈল উপজেলার গণ অধিকার পরিষদের সমন্বয়ক সোহরাব, সহ সমন্বয়ক জাফর আলীর উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
ঢাকা কেন্দ্রীয় কমিটির গণ অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন এর আগমনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এ দলটির নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে গণঅধিকার পরিষদের ঠাকুরগাঁও জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদকে আনুষ্ঠানিকভাবে বরণ করেন।
অন্যদিকে এ সভা যাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাণীশংকৈল বন্দর চৌরাস্তায় গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন বলেন অত্র উপজেলা সীমান্তবর্তী হওয়ায় মাদকের ছড়াছড়ি বেশি তাই আমাদের মূল লক্ষ হচ্ছে মাদক,দুর্নীতি চাঁদাবাজ মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার ,আর এই জন্য রাণীশংকৈলবাসীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।
এ সময় উপজেলার প্রতিটি ইউনিয়নের সকল নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।