মোহাম্মদপুরে সংঘর্ষ, ২ যুবককে কুপিয়ে হত্যা
রাজধানীর মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় সংঘর্ষের ঘটনায় দুই জনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
আজ ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত দুই জনের মধ্যে রয়েছেন রাজমিস্ত্রি নাছির বিশ্বাস (২২) এবং মুন্না (২৩) নামের দুই যুবক।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংঘর্ষে নাছির বিশ্বাস (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। এছাড়া সংঘর্ষে আহত মুন্না (২৩) নামে একজনকে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।