সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে যাত্রী দুর্ভোগ চরমে
নেই প্রশাসনিক কোন উদ্যোগ।।
মুল ভূখণ্ড থেকে বিছিন্ন দ্বীপ সন্দ্বীপ বঙ্গোপসাগরের মোহনায় এটির অবস্থান
এই সন্দ্বীপ উপজেলায় প্রায় চার লক্ষ লোকের বসবাস দ্বীপের মানুষ চট্রগ্রাম যাতায়াতের জন্যে নিকট বতী ঘাট গুপ্তছড়া ও কুমিরা ঘাট
প্রতিদিন প্রায় এই গুপ্তছড়া ঘাট দিয়ে আট থেকে দশ হাজার মানুষ যাতায়াত করেন
কিন্তু গুপ্তছড়া ঘাটে যাত্রীদের পোষতে হয় সীমাহীন দূর্ভোগ দুরদশা
জোয়ার এর সময় প্রচন্ড ঢেউয়ের কারণে স্টীমার ও সার্ভিস বোটে উঠানামা যেমন কষ্ট কর ঠিক তেমনি ভাটার সময় কাঁদা পায়ে ও কোমর সমান পানিতে নেমে লাল বোটে করে স্টীমার বা সার্ভিস বোটে উঠতে হয়
এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোষাতে হয় মহিলা শিশু ও বৃন্দদের
বাংলাদেশ ৪৯৬ টি উপজেলা থাকলে রেমিট্যান্স এর দিক থেকে এগিয়ে সন্দ্বীপ উপজেলা
মোট রেমিট্যান্স এর ১৩% আসে এই সন্দ্বীপ উপজেলা থেকে
কিন্তু দুর্ভোগ এর ব্যাপার কোন সরকার সন্দ্বীপ এর মানুষের জন্ন এই যাতায়াতের স্হায়ী ম্যধ্যম সৃষ্টি করেনা
চট্টগ্রাম যাওয়ার পথে কাসেম নামের এক যাত্রী বলেন, সন্দ্বীপ জন্মগ্রহণ করা এক প্রকার পাপ আমাদের মত কষ্টে আর কোন উপজেলার মানুষ আছে আমার জানা নাই।
একজন মহিলা যাত্রী বলেন – আমরা মহিলা মানুষ চোট চোট বাচ্চাদের নিয়ে এক কোমর পানি সাতরায়ে উঠা খুব কষ্ট হয় আমরা কবে পাবো এই কষ্ট থেকে মুক্তি?
সন্দ্বীপ এর মানুষ চাই প্রশাসন অতি দূত এখানে একটি কাঠ বা লোহার ব্রীজ স্হাপন করলে কিছুটা হলে ও এই কষ্ট থেকে রেহায় পাওয়া যাবে।।